30
আড়াই বছর পর আবারও সুখবর নিয়ে এসেছেন নাজু। আগামীকাল (২৩ ডিসেম্বর) সংগীতার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে তার নতুন গান-ভিডিও। যার শিরোনাম ‘গুটিবাজি’। গানটির কথা ও সুর করেছেন নোমান সজীব। সংগীতায়োজন করেছেন তুহিন আহমেদ আল আমিন। গানটির মনোরম ভিডিও বানিয়েছেন শুভব্রত সরকার। এতে নাজুর সঙ্গে রয়েছে নোমান সজীবের উপস্থিতি।
নতুন গানটি নিয়ে নাজু আখন্দ বলেন, ‘এটা মজার একটা গান। এখন তো স্টেজের সিজন। স্টেজে এসব গানের কদর আছে। গানটা একটু আলাদা করে বানানো। কথাগুলো অনেকটা বাস্তবতা থেকেই নেওয়া। আশা করি শ্রোতারা পছন্দ করবেন।’…read more