‘দিল্লি টু ঢাকা’য় নাজু

by shahadat

ঈদ উপলক্ষে নতুন গানের ভিডিও নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী নাজু আখন্দ। এর শিরোনাম ‘দিল্লি টু ঢাকা’। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ৩০০ ফুট সড়কে চিত্রায়িত ভিডিওটির নির্দেশনা দিয়েছেন সিনে আর্টের শুভব্রত সরকার।

‘দিল্লি টু ঢাকা’ শিরোনামের গানটি লিখেছেন শাহান কবন্ধ। মীর মাসুমের সুরে গানটির সংগীতায়োজন করেছেন ডিজে রাহাত। নাজু বলেন, ‘এটি ভিন্ন রকম একটি গান। হাইবিটের গানটি মঞ্চ পরিবেশনার উপযোগী করে সাজানো হয়েছে। আমার তিনটি এককের পর এ কাজটি আসছে। সবাই পছন্দ করলে ভালো লাগবে।’…read more

You may also like

Leave a Comment