39
বিশ্ব ভালবাসা দিবস ২০২৩ উপলক্ষে “মিউজিক অফ বেঙ্গল” এর নিবেদন শিল্পী কামাল ও নাজু আখন্দ’র যুগলকন্ঠে গাওয়া গানের মিউজিক ভিডিও “ভালোবাসবে বলে” প্রকাশিত হলো। মিউজিক অফ বেঙ্গল” এর ইউটিউব চ্যানেলে আপলোডের মাধ্যমে এই প্রকাশনা সম্পন্ন করা হয়। মিউজিক ভিডিওর গানটির কথা লিখেছেন মোহাম্মদ কামরুল হাসান, সুর ও সঙ্গীত পরিচালনায় হিমাদ্রী বিশ্বাস, চিত্রগ্রহণ ও পরিচালনা করেছেন শান।
গানের সুন্দরকে সঙ্গে নিয়ে শিল্পী কামাল আহমেদ সাধনা করে চলেছেন। বিশুদ্ধ গান তাকে টানে এবং তার মনে ভালোলাগার জোয়ার আনে। সেই ভালোলাগা থেকেই একে একে তার ২৬ টি অডিও এ্যালবাম প্রকাশিত হয়েছে। তিনি কর্মের স্বীকৃতি স্বরূপ ৮ (আট) টি জাতীয় ও আর্ন্তজাতিক পদক লাভ করেন:...read more