29
যেদিকে তাকাই সেদিকে আলো/নিজেকে নিজেই বাসছি ভালো/ ইচ্ছে খুশির হাওয়ায় চড়ে হয়েছে মন রঙিন/ আকাশ চোখে ভাসছে আমার স্বপ্ন সীমাহীন/ সুখী আমি তবু আরো সুখী হতে চাই/ অজানা এক সুখের দেশে উড়ে যেতে চাই- নাজুর কণ্ঠের এমন কথার গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সঙ্গীতায়োজনে সাজিদ সরকার।
কথার সঙ্গে মিল রেখেই গানটির ভিডিওর গল্প সাজানো হয়েছে। বান্দরবানের বিভিন্ন মনোরম লোকেশনে তিন দিন ধরে ভিডিওর শুটিং হয়। এতে নাজুর সঙ্গে মডেল হয়েছেন তার স্বামী শামীম শরীফ। মোশনরক এন্টারটেইনের ব্যানারে ভিডিওটি নির্মাণ করেছেন এ কে পরাগ ও ভাস্কর জনি।…read more