গানগল্প: নাজু আখন্দ

by shahadat

জন্ম ও বেড়ে ওঠা সাভারে, গান শেখা খালার কাছে।

ছোটবেলা থেকেই গান গেয়ে আসছেন তিনি।

জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় চারটি গোল্ড মেডেল পান এই শিল্পী।

স্কুলে থাকতেই কাজ করেন প্রথম অ্যালবাম “কাঁচা হলুদের রং”এ।

১৯৯৩ সাল থেকে বাংলাদেশ বেতারে শিশু শিল্পী হিসেবে গান করতেন নাজু আখন্দ।

২০০১ সালে বাংলাদেশ টেলিভিশনের শিল্পী হিসেবেও তালিকাভুক্তি হয় তাঁর।

একই বছরে শুরু করেন চলচ্চিত্রে প্লেব্যাক।

এখন পর্যন্ত চলচ্চিত্রে ১১৭ টি গান গেয়েছেন তিনি।…read more

You may also like

Leave a Comment