‘দিল্লি টু ঢাকা’র পর নাজু

by shahadat

ঈদের আগের দিনে ইউটিউবে ভিডিওটি আসার পর এ নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন নাজু। তিনি বললেন, ‘গানটি সবাই বেশ পছন্দ করেছেন। এক মাসে সাড়ে আট লাখের বেশি হিট পড়ায় খুব ভালো লাগছে। প্রায় এক বছর এ গান নিয়ে পরিশ্রম করেছি। হাইবিটের গানটি মঞ্চ পরিবেশনার উপযোগী করে সাজানো হয়েছে। ’

‘দিল্লি টু ঢাকা’র কথা লিখেছেন শাহান কবন্ধ। মীর মাসুমের সুরে এর সংগীতায়োজন করেন ডিজে রাহাত। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ৩০০ ফুট সড়কে চিত্রায়িত ভিডিওটির নির্দেশনা দিয়েছেন শুভব্রত সরকার।

এদিকে কবির বকুলের লেখা শওকত আলী ইমনের সুর-সংগীতে মেলোডি ধাঁচের একটি গান করতে যাচ্ছেন নাজু। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ হবে এটি।…read more

You may also like

Leave a Comment