রাহাতের কম্পোজিশনে নাজুর দিল্লি টু ঢাকা

by shahadat

তরুণ প্রজন্মের শিল্পী নাজু আখন্দ। রাজধানীর সাভারে বেড়ে ওঠা এই শিল্পীর ছোটবেলা থেকেই গানের সঙ্গে সখ্য। জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় চারটি গোল্ড মেডেল লাভ করেছেন। স্কুলে থাকতেই কাজ করেন প্রথম অ্যালবাম ‘কাঁচা হলুদের রং’এ। ২০০২ সালে এ অ্যালবাম প্রকাশের পর আরও দুটি একক নিয়ে হাজির হন তিনি। এগুলো হচ্ছে ২০০৯ ‘স্বপ্নকন্যা’ সালে এবং ২০১৩ সালে ‘একটু জায়গা দে’। এবার এই শিল্পী ঈদ উপলক্ষে ভিন্ন আঙ্গিকের একটি ভিডিও গান নিয়ে হাজির হচ্ছেন। গানের শিরোনাম ‘দিল্লি টু ঢাকা’। নাজুর গাওয়া এ গানটি লিখেছেন শাহান কাবন্ধ। মীর মাসুমের সুরে গানটির কম্পোজিশন করেছেন ডিজে রাহাত। নতুন গানটি নিয়ে নাজু বলেন, আমার জন্য ভিন্ন রকম একটি গান। পপ গান বলতে যা বোঝায়। হাই বিটের গান।…read more

You may also like

Leave a Comment